অগ্নিনির্বাপন মহড়া ও প্রশিক্ষণের আয়োজন

ঢাকা শহরে প্রায়শ: ছোট-বড় অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকে, যেখানে অনেক জান ও মালের ক্ষয়ক্ষতি হয়। মূলত: অগ্নিনির্বাপক ব্যবস্থার অনুপস্থিতি বা অভাব, নির্গমন পথের স্বল্পতা এবং সর্বোপরি প্রশিক্ষণ ও সচেতনতার অভাব বড় ধরণের ক্ষয়ক্ষতির জন্য দায়ী। বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর উপস্থিতির কারণে শহিদ বীর-উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ সর্বদা ঘনবসতিপূর্ণ থাকে। এখানে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে তা মারাত্মক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে। তাই বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানের প্রতিটি ব্লকের প্রতিটি ফ্লোরে, এক্সটিংগুইসার, ফায়ার সার্ভিসের টেলিফোন নম্বর সম্বলিত বোর্ড এবং আগুন লাগলে শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে তৈরী করা বোর্ড স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি প্রয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সচেতনতা ও অগ্নি নির্বাপণ সংক্রান্ত প্রশিক্ষণ। এরই অংশ হিসেবে নিরাপত্তা কমিটির সার্বিক ব্যবস্থাপনায় ১৯ এপ্রিল ২০২৪ তারিখ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় অগ্নিনির্বাপন মহড়া ও প্রশিক্ষনের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *