Phone: 9833306 sagc1957@gmail.com
Help Line: 01740212121 (Classtune Working hours from 9:00 am to 5:00 pm)
শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন বিষয়ের উপর অতিথি বক্তা কর্তৃক প্রদত্ত প্রেষণামূলক বক্তব্যের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় গত ৩০ মে ২০২৪ তারিখ অত্র প্রতিষ্ঠানের অডিটরিয়ামে “আনন্দময় শৈশব” বিষয়ের উপর অনুপ্রেরণামূলক বক্তৃতা পর্বের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি বক্তা হিসাবে বক্তব্য উপস্থাপন করেন স্থপতি এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সিনেমা “আম কাঁঠালের ছুটি” এর নির্মাতা জনাব মোহাম্মদ নুরুজ্জামান। এমন সুন্দর আয়োজনে বক্তব্য দেয়ার সুযোগের জন্য কলেজের সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। এটি তাঁর জন্য একটি স্মরণীয় দিবস হিসাবে থাকবে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে তাঁর নির্মিত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সিনেমা “আম কাঁঠালের ছুটি” প্রদর্শন করা হয়। উক্ত অনুষ্ঠানটি অডিটরিয়ামের পাশাপাশি হলরুম ও ক্লাস রুমসমূহে সরাসরি সম্প্রচার করা হয়।